বুলাওয়েতে জিম্বাবোয়েকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক মুল্ডারের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি

বুলাওয়েতে জিম্বাবোয়েকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক মুল্ডারের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একতরফা ম্যাচে বিধ্বস্ত হল জিম্বাবোয়ে। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভীষণ ভুল প্রমাণিত হয় জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেইগ এরভিনের। শুরুতে ২৪ রানে ২ উইকেট হারালেও ভিয়ান মুল্ডার ও ডেভিড বেডিংহাম মিলে তৃতীয় উইকেটে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন। এরপর মুল্ডার আরও একটি ডাবল পার্টনারশিপ গড়ে অপরাজিত ৩৬৭ রানে পৌঁছান, যা অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর প্রথম ইনিংসেই ট্রিপল সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ১৭০ ও দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে ম্যাচ জিতে সিরিজও ২–০-তে পকেটে পুড়িয়ে নেয়। টেস্ট ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার টানা দশম জয়, যা এই ফরম্যাটে টানা ১০টি টেস্ট জয়ী তৃতীয় দল হিসেবে তাদের নাম লেখাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top