নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৫ জুন ২০২১:-৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারাসাত রথ তলা জেলা বন বিভাগ দপ্তরে বৃক্ষ রোপনের মাধ্যমে দিনটি সাড়ম্বরে উদযাপিত হল। মানুষের বেঁচে থাকতে গেলে প্রয়োজন অক্সিজেনের, আর এই অক্সিজেনের ঘাটতি মেটানো সম্ভব, একমাত্র বৃক্ষ রোপনের মাধ্যমে।

করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের অক্সিজেনের চাহিদা দেখা দিয়েছে। অক্সিজেনের ঘাটতি মেটাতে সরকার থেকে ভিন্ন সমাজসেবী সংগঠন এগিয়ে এসেছে। কিন্তু সেই অক্সিজেন প্রাকৃতিক উপায়ে পাওয়ার একমাত্র উপায় বৃক্ষ। সে কথা মাথায় রেখে শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারাসাত রথ তলা জেলা বন বিভাগ দপ্তরে ১০ টি চারা গাছ লাগানোর মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হল। উপস্থিত ছিলেন ডি এফ ও নীলাঞ্জনা মিত্র।