নিজস্ব সংবাদদাতা,মালদা, ২০শে নভেম্বর :বৃদ্ধার জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। ছবি তুলতে গেলে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর অঞ্চলের নিউ কলসি এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত যুবকের নাম পলাশ সরকার। এলাকা সূত্রে জানা গিয়েছে মৃত এলাকার বৃদ্ধা সরোজনী মন্ডল তার পাঁচ কাঠা জমি রয়েছে। সেই জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এলাকার দুই জমি মাফিয়া বলরাম মন্ডল ও অজিত মন্ডল।এদিনও যখন জমি দখল করতে আসে সেই সময় এলাকার যুবক পলাশ সেই ছবি ক্যামেরাবন্দি করতে গেলে তার সঙ্গে শুরু হয় বচসা। অভিযোগ এর পরে পলাশকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে জমি মাফিয়ারা। এতে তার ডান হাতে ও পিঠে গুরুতর আঘাত লাগে। ঘটনায় প্রতিবেশীরা কোন রকমে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় দুই জমি মাফিয়াদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই জমি মাফিয়া গা ঢাকা দিয়েছে।তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বসলাম নগর থানার পুলিশ।
বৃদ্ধার জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে
বৃদ্ধার জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram