কোলকাতা:- রবিনসন স্ট্রীট কান্ডের ছায়া এবার কলকাতার ট্যাংরা তে।
বৃদ্ধা মায়ের দেহ আগলে ৩দিন বসেছিলেন মধ্যবয়স্কা মেয়ে। মেয়ের নাম সোমা দাস মায়ের সঙ্গেই থাকতেন ট্যাংরার শীল লেনের বাড়িতে জানা গিয়েছে। তিন দিন ধরে মৃত মায়ের দেহ আগলে তিনি বসেছিলেন।


মৃত বৃদ্ধার নাম কৃষ্ণা দাস বয়স ৭১’। তার মৃত্যু হয়েছে কেন তা খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ । বাড়ি থেকে ব্যাপক দুর্গন্ধ বেরোতে থাকে শুক্রবার রাতে তখনই সন্দেহ হয় আশেপাশের লোকজনের রাতেই ট্যাংরা থানায় খবর দেন তারা তারপর পুলিশ উদ্ধার করে মৃতদেহ জানা গিয়েছে তিনদিন আগে মৃত্যু হয়েছিল বৃদ্ধার ।