বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরিত্যক্ত ভারত-বাংলাদেশ লড়াই, সেমিফাইনালের আগে চোট চিন্তা প্রতিকা রাওয়ালকে ঘিরে

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরিত্যক্ত ভারত-বাংলাদেশ লড়াই, সেমিফাইনালের আগে চোট চিন্তা প্রতিকা রাওয়ালকে ঘিরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছিল ভারত। আজ ছিল নিয়মরক্ষার ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ, যারা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে এই ম্যাচ ভারতীয় শিবিরের জন্য অঘটন বয়ে আনল — বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় সহজলভ্য হলেও ওপেনার প্রতিকা রাওয়াল চোট পান গোড়ালিতে, যা সেমিফাইনালের আগে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির জন্য ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

ডিআই প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ভারতের হয়ে দুরন্ত বোলিংয়ে রাধা যাদব তুলে নেন ৩ উইকেট, শ্রী চরণী নেন ২টি, আর রেণুকা সিং, দীপ্তি শর্মা ও অমনজ্যোত কৌর ভাগ করে নেন বাকি উইকেটগুলো। মাত্র ২৭ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

তবে মাঠের সবচেয়ে উদ্বেগজনক মুহূর্ত আসে বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারে। শারমিন আখতারের একটি শট থামাতে মিডউইকেটের দিকে ছুটে যান প্রতিকা রাওয়াল। বৃষ্টির কারণে পিছল আউটফিল্ডে পড়ে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে চোট পান। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন মাঠে। সতীর্থ ও ফিজিও দ্রুত তাঁর পাশে পৌঁছন, স্টাফদের সহায়তায় তিনি মাঠ ছাড়েন। স্ট্রেচার আনা হলেও প্রতিকা নিজে হেঁটেই মাঠ ছাড়েন, তবে তাঁর চোখেমুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল।

চোটের মাত্রা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও তথ্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড, তবে তিনি সেমিফাইনালের আগে ছিটকে গেলে তা ভারতের জন্য বড় ধাক্কা হবে। চলতি বিশ্বকাপে প্রতিকা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচেই তিনি খেলেছিলেন স্মরণীয় ১২২ রানের ইনিংস।

অন্যদিকে, উইকেটকিপার রিচা ঘোষ এখনও আগের ম্যাচের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাঁর বদলে আজকের ম্যাচে উমা ছেত্রীর অভিষেক হয়।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলেও মাঝপথে ফের বৃষ্টি নামে, আর খেলা আর শুরু হয়নি। ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

এখন ভারতের লক্ষ্য সেমিফাইনাল — যেখানে ৩০ অক্টোবর মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের। তবে তার আগে প্রতিকা রাওয়ালের চোট কতটা গুরুতর, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top