বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!

বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার! বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে নর্দমা পরিস্কার করতে নেমে পড়লেন কাউন্সিলার। উল্লেখ্য শুক্রবারের রাতভোর বৃষ্টিতে মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রদ্যত নগর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে যায় এবং ওই এলাকা নিচু হওয়ার জন্য আরও সমস্যার সম্মুখীন হন ওয়ার্ডবাসীরা। এছাড়াও জল নিকাশীর জন্য নর্দমা পরিস্কার না থাকার জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয় এই এলাকার বাসিন্দাদের।

 

যদিও নব নির্বাচিত কাউন্সিলার ইন্দ্রজিৎ পাণিগ্রাহী প্রথম থেকে এই নিকাশী ব্যাবস্থা ও নুতন করে নর্দমা তৈরি কাজ শুরু করেছেন এই সব এলাকাতে। কিন্তু কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। তার আগেই বর্ষা এসে যাওয়ায় এবার নিজে হাতে কোদাল দিয়ে নর্দমা পরিস্কার করে জল নিকাশীতে হাত দেন কাউন্সিলার ইন্দ্রজীৎ পাণিগ্রাহী স্বয়ং। কাউন্সিলারের এহেন জনদরদী ও কর্তব্য পরায়ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা

উল্লেখ্য, বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার! বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে নর্দমা পরিস্কার করতে নেমে পড়লেন কাউন্সিলার। উল্লেখ্য শুক্রবারের রাতভোর বৃষ্টিতে মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রদ্যত নগর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে যায় এবং ওই এলাকা নিচু হওয়ার জন্য আরও সমস্যার সম্মুখীন হন ওয়ার্ডবাসীরা। এছাড়াও জল নিকাশীর জন্য নর্দমা পরিস্কার না থাকার জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয় এই এলাকার বাসিন্দাদের।

 

যদিও নব নির্বাচিত কাউন্সিলার ইন্দ্রজিৎ পাণিগ্রাহী প্রথম থেকে এই নিকাশী ব্যাবস্থা ও নুতন করে নর্দমা তৈরি কাজ শুরু করেছেন এই সব এলাকাতে। কিন্তু কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। তার আগেই বর্ষা এসে যাওয়ায় এবার নিজে হাতে কোদাল দিয়ে নর্দমা পরিস্কার করে জল নিকাশীতে হাত দেন কাউন্সিলার ইন্দ্রজীৎ পাণিগ্রাহী স্বয়ং। কাউন্সিলারের এহেন জনদরদী ও কর্তব্য পরায়ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top