বৃষ্টির জেরে কি ফের জাঁকিয়ে পড়ছে শীত?

বৃষ্টির জেরে কি ফের জাঁকিয়ে পড়ছে শীত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৯ জানুয়ারি, গত সপ্তাহে মকর সংক্রান্তির আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে। তবে মকর সংক্রান্তির দিন থেকেই বাড়তে শুরু করে তাপমাত্রা। আর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৬ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। যদিও দিনের দিকে গরম থাকলেও রাতে ও সকালে রয়েছে শীতের আমেজ।

আর এরই মাঝে আবার নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় হওয়া অফিস। শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয় শনি ও রবিবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবার এই বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মত রবিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শুধু বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সকাল থেকে বীরভূমের রাজগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।

শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবারের পর সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির নিচে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কি আবার বৃষ্টির পর শীত ফিরে আসবে?

এ প্রসঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা আর বৃষ্টির ঘনঘটায় আগামী পাঁচ ছয় দিন শীত ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একটি পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে কাশ্মীরে। যে কারণে ওই সকল এলাকায় চলছে তুষারপাত। আর কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে বাধা পায় উত্তুরে হওয়া। সাধারণত পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পরে জাঁকিয়ে শীত পড়ে। কিন্তু এবার তা নিয়েও স্পষ্ট কিছু ধারনা পাওয়া যাচ্ছে না বলে হাওয়া অফিস জানিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top