বৃষ্টির জেরে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, নজরে পুরসভা

বৃষ্টির জেরে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, নজরে পুরসভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – চলতি বছর এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গুর প্রকোপ তেমন দেখা যায়নি। গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলে জানিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। তাদের দাবি, বছরের শুরু থেকেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ঠেকাতে পুরসভা সক্রিয় ভূমিকা নিয়েছে। নিয়মভাঙা বাড়িগুলিকে নোটিস ধরানো হয়েছে এবং মশাবাহিত রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শহরবাসীকেও সচেতন থাকতে বলা হয়েছে।

তবে জুনের শেষ থেকে যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে অনেক জায়গায় জল জমে রয়েছে। পুরস্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহেই ১০ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যদিও এখনই কোনও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি, তবে বৃষ্টির কারণে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।

ডেটা অনুযায়ী, ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪২ জনেরও বেশি, যেখানে ২০২৪ সালের এই সময়কালে সংখ্যাটি ছিল ১২২ জন। জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা এক লাফে ১১ জন বেড়েছে। পুরসভার মতে, এই বৃদ্ধির অন্যতম কারণ অতিরিক্ত বৃষ্টি। চলতি জুন-জুলাইয়ে গত বছরের তুলনায় প্রায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে শহরে।

পুরসভা জানিয়েছে, বর্ষার বাকি তিন মাস (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) আরও সতর্ক থাকতে হবে। তাই ভেক্টর কন্ট্রোলের কাজ আরও জোরকদমে চালানো হবে। এক পুর-স্বাস্থ্যকর্তা জানান, “গত বছর ৬ জুলাই পর্যন্ত যতজন আক্রান্ত হয়েছিলেন, বছর শেষে সেই সংখ্যা ১০ গুণ বেড়েছিল। তার আগের বছরে বৃদ্ধি ছিল ৭৩ গুণ। তাই এখনই সন্তুষ্ট হওয়ার সময় নয়।”

পুরসভার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং প্রতিদিন নজরদারি চালানো হচ্ছে। তবে শহরবাসীকেও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top