রাজ্য – অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর-পূর্ব বিহারে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গে আর ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে।
গত শনিবার থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে মিরিক ও নাগরাকাটায় ধস ও নদী ভাঙনের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। ভেঙে পড়েছে একাধিক সেতু, ফুলে উঠেছে হলং ও শিসামারা নদী। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষ জানতে চাইছিলেন, কবে ফিরবে স্বাভাবিকতা। অবশেষে আবহাওয়া দফতরের বার্তা কিছুটা স্বস্তি এনে দিল — আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও দমকা হাওয়া বইতে পারে।
বুধবারও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমবে এবং রবিবার পর্যন্ত আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও মিলেছে আশার খবর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কেবল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া আরও পরিষ্কার থাকবে — এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 
								



















 
															 
															