হাওড়া – টানা এক সপ্তাহ কেটে গেলেও জলমুক্ত হয়নি হাওড়া শহরের একাধিক এলাকা। বেলগাছিয়া, কোণা সহ বহু অঞ্চলে এখনো পর্যন্ত হাঁটু জল জমে রয়েছে। শিল্পাঞ্চলের কারখানা থেকে স্কুল-কলেজ, এমনকি বসতবাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে, যার ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত।
বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তাঘাট ভেঙে গিয়েছে। পচা জলে ভরে উঠেছে আশপাশ, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও রোগের আশঙ্কা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও জল ঢুকে পড়ায় স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে।
হাওড়া পুরসভার তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জল সঠিকভাবে নিষ্কাশনের কোনও কার্যকরী ব্যবস্থা দেখা যায়নি। ফলে কবে এই দুর্ভোগের থেকে মুক্তি মিলবে, তা নিয়ে আশঙ্কায় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, প্রতিবার বর্ষায় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অথচ স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ চোখে পড়ে না। এবার দীর্ঘস্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
