বৃহন্নলা সেজে প্রতারণা করছিলেন এক যুবক বহরমপুরে

বৃহন্নলা সেজে প্রতারণা করছিলেন এক যুবক বহরমপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ জুন ২০২১: আজ বহরমপুর সংলগ্ন কদবেল তালার কাছে এক যুবককে আটক করে রাখে বৃহন্নলা সংগঠনের সদস্যরা জানা যাচ্ছে রাকেশ সেখ নামে লালবাগ চাঁদনীর বাসিন্দা দীর্ঘদিন ধরে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় নিজেকে বৃহন্নলা বলে পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায় করত এবং আজ তাকে ধরে ফেলেন বৃহন্নলা সংগঠনের সদস্যরা তারা জানান তার কাছ থেকে যে ভোটার কার্ডটি উদ্ধার হয়েছে সেখান থেকে প্রমাণ হয়েছে সে পুরুষ।

বৃহন্নলার সংগঠনের তরফ থেকে জানানো হয় বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল আপনাদের লোক এসে টাকা নিয়ে যাচ্ছে এই কথা শোনার পরে তারা নজর রাখে পরিস্থিতির ওপর তারপর তাকে আটক করে রেখে আইনত ভাবে রাকেশ শেখ এর পরিবারের লোক কে দেখে তাকে তুলে দেওয়া হয়। বৃহন্নলা সংগঠনের প্রধান জানাচ্ছেন রাতের অন্ধকারে অনেকেই বৃহন্নলা সেজে রাস্তায় সাধারণ মানুষকে লুট করছে তাই তারা জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে চাইছেন এইরকম কাউকে সন্দেহ হলে প্রশাসনকে খবর দিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top