Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের কমবে। যা কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

শনিবার যা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আবহাওয়া দফতরের তরফে আগে এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা চলতে পারে এক সপ্তাহ। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

 

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ র কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এরপর মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও, বৃহস্পতিবার বার থেকে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যা এই সপ্তাহ জুড়ে থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

 

উল্লেখ্য, ফের বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের কমবে। যা কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top