বেআইনি নির্মাণ রুখতে গিয়ে ন্যাজাটে পুলিশ আক্রান্ত, ইট-পাটকেলের আঘাতে জখম একাধিক, গ্রেপ্তার ৮

বেআইনি নির্মাণ রুখতে গিয়ে ন্যাজাটে পুলিশ আক্রান্ত, ইট-পাটকেলের আঘাতে জখম একাধিক, গ্রেপ্তার ৮

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হুগলী -;জমিতে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের ন্যাজাট এলাকা। পুলিশের উপর ইট-পাটকেল ছোড়ার অভিযোগে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া এলাকায়। একটি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে যায় পুলিশ। ন্যাজাট থানা সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেই জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে নির্মাণকাজ চালানোর চেষ্টা করছিলেন। বিষয়টি জানানো হয় ন্যাজাট থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। তবে অভিযুক্তরা সেই নির্দেশ মানতে অস্বীকার করে। পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। অভিযোগ, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে বেআইনি নির্মাণের চেষ্টা এবং পুলিশকে আক্রমণের ঘটনায় কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top