২০২২ বেইজিং অলিম্পিক আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের । বেইজিংয়ে অনুষ্ঠেয় দুটি অলিম্পিক আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের । চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন অলিম্পিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধিদল না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে বেইজিং অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে, যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধিদল সেখানে যাবে না। বেইজিংয়ে অনুষ্ঠেয় প্যারালিম্পিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রতিবন্ধী খেলোয়াড়দের এই অলিম্পিকেও সরকারিভাবে কোনো প্রতিনিধিদল পাঠাবে না যুক্তরাষ্ট্র। খেলোয়াড়েরা নিজেরা এতে অংশ নিতে পারবেন। হোয়াইট হাউসের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, “চীনে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে, এর মানে সেখানে স্বাভাবিক কার্যকলাপ চলতে পারে না।
যুক্তরাষ্ট্র এমন ‘পরিষ্কার বার্তা’ দিতে চায়।” হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “আসন্ন অলিম্পিকে যারা ‘টিম ইউএসএ’ গঠন করবেন, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। কিন্তু এ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় যাবে না প্রশাসন।” চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে বিশেষ করে উইঘুরসহ অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর লোকজনকে জোরপূর্বক শ্রম এবং তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে চীনের ওপর আরও চাপ প্রয়োগ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ওপর কূটনৈতিক বয়কট বা নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
আর ও পড়ুন বাজারে যাওয়ার আগে দেখে নিন আজকের কেমন যাচ্ছে বাজার দর
উল্লেখ্য, সোমবার 2022 বেইজিং শীতকালীন অলিম্পিকের একটি কূটনৈতিক বয়কট ঘোষণা করেছে, চীনের মানবাধিকার রেকর্ডের একটি ক্যালিব্রেটেড তিরস্কার যা মার্কিন ক্রীড়াবিদদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় না। ওয়াশিংটন উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে “গণহত্যা” করার অভিযোগে একটি দেশ যেটি আগামী বছরের ফেব্রুয়ারিতে আয়োজিত গেমসে কী অবস্থান নেবে তা নিয়ে কয়েক মাস ধরে তর্ক করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেইজিংয়ের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এই ধরনের যেকোনো বয়কটের জন্য “সংকল্পবদ্ধ পাল্টা ব্যবস্থা”র হুমকি দিয়েছিল।