কেন্দ্রের নয়া চমক! দেশের বেকার ও কর্মহীনরা পাবেন ভাতা !

কেন্দ্রের নয়া চমক! দেশের বেকার ও কর্মহীনরা পাবেন ভাতা !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বেকার

কেন্দ্রের নয়া চমক! দেশের বেকার ও কর্মহীনরা পাবেন ভাতা !  করোনা অতিমারির কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। চিন্তায় ঘুম উড়েছে সেসমস্ত মানুষের। জীবনধারণের জন্য কোন পথ বেছে নেবেন ভেবে কুল পাচ্ছেন না অনেকে। অনেকে আবার নিজে কিছু করার সদিচ্ছা থাকলেও অর্থের অভাবে এগোতে পারছেন না। এই অবস্থায় বেকারদের ভাতা দেওয়ার জন্য ‘অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনা’ (Atal Beemit Vyakti Kalyan Yojana) নামে একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পটি পরিচালনা করে কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন।

 

এই প্রকল্পের আওতায় কারা?

৫০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় পড়বেন। একজন কর্মহীন বেকার ব্যক্তি ৩ মাসের জন্য এই ভাতার সুবিধা নিতে পারেন। তাঁর গড় বেতনের ৫০ শতাংশ দাবি করতে পারেন। কর্মহীন হওয়ার ৩০ দিন পর এই প্রকল্পে দাবি করা যেতে পারে।

 

কারা প্রকল্পের সুবিধা পাবেন?

যাঁদের  পিএফ (PF) বা ইএসআই (ESI) কাটা হয় এমন বেসরকারি সংস্থা ও কারখানার কর্মচারীরা। মাসিক আয় ২১ হাজার টাকা বা তার কম হলেই এই সুবিধা পাবেন।

 

এই প্রকল্পের মেয়াদ কতদিন?

আগে ৩০ জুন ২০২১ পর্যন্ত এই প্রকল্প চলছিল। তা ৩০ জুন ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

আর ও পড়ুন    ভবানীপুরের উপনির্বাচন নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন? 

 

কোথায় আবেদন করবেন? 

এখানে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম আসবে। যা পূরণ করে ESIC-র কাছাকাছি কোনও শাখায় জমা দিতে হবে। এর সঙ্গে ২০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নোটারি হলফনামাও থাকবে।

 

তবে কোনও ফৌজদারি মামলা থাকলে বা দুর্ব্যবহারের জন্য অফিস ছাড়লে এই সুবিধা পাওয়া যাবে না। এর জন্য যোগ্য প্রমাণ দিয়ে প্রকল্পের সুবিধা নিতে পারবেন। স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেও তাঁদের এই ভাতা দেওয়া হবে না।

 

ঊল্লেখয, করোনা অতিমারির কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। চিন্তায় ঘুম উড়েছে সেসমস্ত মানুষের। জীবনধারণের জন্য কোন পথ বেছে নেবেন ভেবে কুল পাচ্ছেন না অনেকে। অনেকে আবার নিজে কিছু করার সদিচ্ছা থাকলেও অর্থের অভাবে এগোতে পারছেন না। এই অবস্থায় বেকারদের ভাতা দেওয়ার জন্য ‘অটল বীমিত ব্যাক্তি কল্যাণ যোজনা’ (Atal Beemit Vyakti Kalyan Yojana) নামে একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পটি পরিচালনা করে কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন।

 

জানা গিয়েছে, দেশের  ৫০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় পড়বেন। একজন কর্মহীন বেকার ব্যক্তি ৩ মাসের জন্য এই ভাতার সুবিধা নিতে পারেন। তাঁর গড় বেতনের ৫০ শতাংশ দাবি করতে পারেন। কর্মহীন হওয়ার ৩০ দিন পর এই প্রকল্পে দাবি করা যেতে পারে।

RECOMMENDED FOR YOU.....