বেকারত্ব মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে অধীর চৌধুরী ডাকে জনসমাবেশের আয়োজন করছিল জেলা কংগ্রেস। বহরমপুরেরর টেক্সটাইলের মোড়ে অধীর রঞ্জন চৌধুরীর ডাকে, বেকারত্ব দুর্নীতির, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল জন সমাবেশের আয়োজন করা হয় । এদিন বহরমপুর টেক্সটাইল মোড়ে লোক সমুদ্র পরিণত হয় । এই পথসভার মাঝে বিশাল সংখ্যক তৃণমূল থেকে কংগ্রেসের যোগা দান করে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডঃ চেল্লা কুমার পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ।
এছাড়া বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়াক মনোজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব বর্গ । বিজেপি,সিপিআইএম cpim, তৃণমূল কংগ্রেস tmc ,থেকে 2000 জন জয়েন করলেন জাতীয় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী হাত ধরে আজ ।এইদিন প্রয় ,12হাজার্ থেকে 15 হাজার,কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
উল্লেখ্য, বহরমপুরেরর টেক্সটাইলের মোড়ে অধীর রঞ্জন চৌধুরীর ডাকে, বেকারত্ব দুর্নীতির, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল জন সমাবেশের আয়োজন করা হয় । এদিন বহরমপুর টেক্সটাইল মোড়ে লোক সমুদ্র পরিণত হয় । এই পথসভার মাঝে বিশাল সংখ্যক তৃণমূল থেকে কংগ্রেসের যোগা দান করে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডঃ চেল্লা কুমার পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ।
এছাড়া বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়াক মনোজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব বর্গ । বিজেপি,সিপিআইএম cpim, তৃণমূল কংগ্রেস tmc ,থেকে 2000 জন জয়েন করলেন জাতীয় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী হাত ধরে আজ ।এইদিন প্রয় ,12হাজার্ থেকে 15 হাজার,কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন। বেকারত্ব মূল্যবৃদ্ধি