অল বেঙ্গল মেনস ফোরামের নতুন প্রকল্প। আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক্কালে অল বেঙ্গল মেন’স ফোরাম প্রেস ক্লাবে আয়োজন করেছিলেন এক সাংবাদিক সম্মেলন এর। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের প্রথিতযশা মানুষজন। পুরুষমানুষের অধিকার রক্ষায় নিরন্তর কাজ করে চলা অল বেঙ্গল মেনস ফোরাম এদিন কতগুলি নতুন প্রকল্প নিয়ে এলেন।
উদ্বোধন হোলো একজন নতুন ট্রাস্ট এর। অল ইন্ডিয়া বয়েজ এন্ড মেনস ফোরাম। এরা মূলত কিশোর ও বাচ্চা ছেলেদের জন্য কাজ করবেন। সারা পৃথিবী জুড়ে বাচ্চা ছেলেদের ও কিশোরদের সঙ্গে হয়ে চলা অন্যায় এর বিরুদ্ধেই কাজ হবে এখানে ।
লঞ্চ হোলো দেবাংশু ভট্টাচার্য এর লেখা কবিতা ” আমার বিষ্ণু “। কন্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী মধুমিতা বসু। আবহ অনিমেষ মুখার্জি।তৈরি করা হোলো অল বেঙ্গল মেনস ফোরাম Investigation Cell. মেয়েদের বাবা মায়েরা ছেলেদের যাবতীয় খোঁজ খবর এর জন্য বিজ্ঞাপন ও করে ফেলতে পারেন কিন্তু ছেলেদের বাবা মায়েদের কি অধিকার নেই সে খবর করবার ?
আরবও পড়ুব মাছ চোর সন্দেহে ছয় বছরের শিশুকে পিটিয়ে খুন
তাই এবিএমএফ লঞ্চ করলেন এক Investigation Cell যেখানে ছেলেদের বাবা মায়েরা আসতে পারবেন ছেলেদের বিয়ে দেবার আগে খোঁজখবর করতে। তবে এটি একটি Paid Service. আরেকটি অভিনব ব্যাপার নিয়ে এলেন তাঁরা। লঞ্চ করলেন গাড়িতে লাগাবার জন্য ” Respect Men” Sticker. কাল আন্তর্জাতিক পুরুষ দিবসের দিনে সারা কলকাতা জুড়ে গাড়ী চালক দের ওঁনারা বিলি করবেন এটি।
সব মিলিয়ে পুরুষ দিবসের প্রাক্কালে এ এক অন্য কলকাতা। পুরুষমানুষ কে হইহই করে বাঁচতে শেখাচছেন অল বেঙ্গল মেনস ফোরাম ও তার কর্ণধার নন্দিনী ভট্টাচার্য।
উল্লেখ্য,আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক্কালে অল বেঙ্গল মেন’স ফোরাম প্রেস ক্লাবে আয়োজন করেছিলেন এক সাংবাদিক সম্মেলন এর। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের প্রথিতযশা মানুষজন। পুরুষমানুষের অধিকার রক্ষায় নিরন্তর কাজ করে চলা অল বেঙ্গল মেনস ফোরাম এদিন কতগুলি নতুন প্রকল্প নিয়ে এলেন।উদ্বোধন হোলো একজন নতুন ট্রাস্ট এর।
অল ইন্ডিয়া বয়েজ এন্ড মেনস ফোরাম। এরা মূলত কিশোর ও বাচ্চা ছেলেদের জন্য কাজ করবেন। সারা পৃথিবী জুড়ে বাচ্চা ছেলেদের ও কিশোরদের সঙ্গে হয়ে চলা অন্যায় এর বিরুদ্ধেই কাজ হবে এখানে ।লঞ্চ হোলো দেবাংশু ভট্টাচার্য এর লেখা কবিতা ” আমার বিষ্ণু “। কন্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী মধুমিতা বসু। আবহ অনিমেষ মুখার্জি।তৈরি করা হোলো অল বেঙ্গল মেনস ফোরাম Investigation Cell. মেয়েদের বাবা মায়েরা ছেলেদের যাবতীয় খোঁজ খবর এর জন্য বিজ্ঞাপন ও করে ফেলতে পারেন কিন্তু ছেলেদের বাবা মায়েদের কি অধিকার নেই সে খবর করবার ?