করোনার ভয়ে কমছে সরস্বতী বেচাকেনা, চিন্তায় মৃৎ শিল্পীরা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবার প্রতিমা বেচা কেনা নেই বললেই চলে।ফলে মৃৎ শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরি করে চাতক পাখির মতন তাকিয়ে কখন একটা খরিদ্দার আসবে।
আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।ফলে হাতে গোনা আর কয়েক টা দিন বাকী আছে।আর এই কয়েক দিনের মধ্যে প্রতিমা গুলি বিক্রি না হলে মাথায় হাত সুন্দরবনের মৃৎ শিল্পীদের।সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ অঞ্চলের বাসিন্দা মৃৎ শিল্পী এ বছর প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।কিন্তু এখনও পর্যন্ত তার ৭ টি প্রতিমা বায়না হয়েছে।
ফলে বাকী প্রতিমা গুলি কি হবে তা নিয়ে তার চিন্তার ভাঁজ পড়েছে কপালে।এখনও সে চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন আসে খরিদ্দার প্রতিমা নেওয়ার জন্য।মৃৎ শিল্পী নিতাই সূতার বলেন প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।এখনও পর্যন্ত ৭ টি প্রতিমা বায়না হয়েছে।বাকী প্রতিমা কি হবে তা জানি না।কোন খরিদ্দার নেই।ফলে চিন্তা বেড়েছে কিভাবে সংসার চালাবো।করোনা ভাইরাস অতি মহামারী এবং লকডাউনে অসহায় হয়ে পড়েছে সুন্দরবনের মৃৎ শিল্পীরা।
আর ও পড়ুন আবারো বেসুরো উদয়ন গুহ, কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের
উল্লেখ্য, করোনার ভয়ে কমছে সরস্বতী বেচাকেনা, চিন্তায় মৃৎ শিল্পীরা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবার প্রতিমা বেচা কেনা নেই বললেই চলে।ফলে মৃৎ শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরি করে চাতক পাখির মতন তাকিয়ে কখন একটা খরিদ্দার আসবে। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।ফলে হাতে গোনা আর কয়েকটা দিন বাকী আছে।আর এই কয়েক দিনের মধ্যে প্রতিমা গুলি বিক্রি না হলে মাথায় হাত সুন্দরবনের মৃৎ শিল্পীদের।
সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ অঞ্চলের বাসিন্দা মৃৎ শিল্পী এ বছর প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।কিন্তু এখনও পর্যন্ত তার ৭ টি প্রতিমা বায়না হয়েছে। ফলে বাকী প্রতিমা গুলি কি হবে তা নিয়ে তার চিন্তার ভাঁজ পড়েছে কপালে।এখনও সে চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন আসে খরিদ্দার প্রতিমা নেওয়ার জন্য।মৃৎ শিল্পী নিতাই সূতার বলেন প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।এখনও পর্যন্ত ৭ টি প্রতিমা বায়না হয়েছে।বাকী প্রতিমা কি হবে তা জানি না।কোন খরিদ্দার নেই।ফলে চিন্তা বেড়েছে কিভাবে সংসার চালাবো।করোনা ভাইরাস অতি মহামারী এবং লকডাউনে অসহায় হয়ে পড়েছে সুন্দরবনের মৃৎ শিল্পীরা।
উল্লেখ্য, করোনার ভয়ে কমছে সরস্বতী বেচাকেনা, চিন্তায় মৃৎ শিল্পীরা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবার প্রতিমা বেচা কেনা নেই বললেই চলে।ফলে মৃৎ শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরি করে চাতক পাখির মতন তাকিয়ে কখন একটা খরিদ্দার আসবে। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।ফলে হাতে গোনা আর কয়েকটা দিন বাকী আছে।আর এই কয়েক দিনের মধ্যে প্রতিমা গুলি বিক্রি না হলে মাথায় হাত সুন্দরবনের মৃৎ শিল্পীদের।
সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ অঞ্চলের বাসিন্দা মৃৎ শিল্পী এ বছর প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।কিন্তু এখনও পর্যন্ত তার ৭ টি প্রতিমা বায়না হয়েছে। ফলে বাকী প্রতিমা গুলি কি হবে তা নিয়ে তার চিন্তার ভাঁজ পড়েছে কপালে।এখনও সে চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন আসে খরিদ্দার প্রতিমা নেওয়ার জন্য।মৃৎ শিল্পী নিতাই সূতার বলেন প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।এখনও পর্যন্ত ৭ টি প্রতিমা বায়না হয়েছে।বাকী প্রতিমা কি হবে তা জানি না।কোন খরিদ্দার নেই।ফলে চিন্তা বেড়েছে কিভাবে সংসার চালাবো।করোনা ভাইরাস অতি মহামারী এবং লকডাউনে অসহায় হয়ে পড়েছে সুন্দরবনের মৃৎ শিল্পীরা।