বেড়েছে হরিণের সংখ্যা ও সৌন্দর্যায়ন, শীতের শুরুতেই সেজে উঠেছে বারদুয়ারি পার্ক। এক সময় পরিচর্যা এবং রক্ষণা বেক্ষণের অভাবে বন্ধ হতে বসেছিল ডিয়ার পার্ক। কিন্তু বর্তমানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নতুন ভাবে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বারদুয়ারি ডিয়ার পার্ক। শীত পড়তেই পার্কে হরিণ দেখতে ভিড় জমাছে আট থেকে আশি।
স্থানীয় সূত্রে জানা গেছে,ডিয়ার পার্কে আগের থেকে অনেক হরিণের সংখ্যা বেড়েছে।আনা হয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি। গ্রাম্য পরিবেশে শীতকালে এই ডিয়ার পার্কের মনোরম প্রকৃতি পর্যটকদের আরও আকর্ষণ করবে বলে মত ব্লক কর্তৃপক্ষের।আরো জানা গেছে,মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বারদুয়ারিতে ২০০৩ সালে তৈরি হয় শিশু উদ্যান এবং ডিয়ার পার্ক।শুরুর সময় পার্কে ছিল ৬টি হরিণ।কিন্তু পরিচর্যা এবং রক্ষণা বেক্ষণের অভাবে দিনের পর দিন বেহাল হতে থাকে পার্কের অবস্থা।এমন কি খাদ্যের অভাবে মারা যায় হরিণ।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
সেই সময় বনদপ্তর থেকে হরিণ গুলিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উত্তর দিনাজপুরের কুলিক ফরেস্টে। সকলেই ভাবছিল এবার হয়তো বন্ধ হয়ে যাবে বারদুয়ারি ডিয়ার পার্ক। কিন্তু স্থানীয়দের চরম বাঁধার মুখে পার্কটিকে বন্ধ করতে পারেনি প্রশাসন। এলাকাবাসীর দাবি ছিল মনোরম পরিবেশের মধ্যে এই পার্ক কে আবার নতুন ভাবে সাজিয়ে তুলতে হবে।তারপর ব্লক প্রশাসনের উদ্যোগে নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে ডিয়ার পার্কটিকে।নতুন করে আনা হয়েছে অনেক গুলো হরিণ। চালু হয়েছে বোটিং।
বিডিও বিজয় গিরি জানান, প্রশাসনের সহযোগিতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় পার্কটি।এখন পার্কে ২৭টি হরিণ আছে। বেড়েছে হরিণের