বেপরোয়া গতির বলি রাতের শহর, নিউটাউনে মুখোমুখি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

বেপরোয়া গতির বলি রাতের শহর, নিউটাউনে মুখোমুখি বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – রাতের শহরে ফের প্রাণঘাতী হয়ে উঠল বেপরোয়া গতি। কলকাতার নিকটবর্তী নিউটাউন এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই তরতাজা যুবকের। মৃতদের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছি খালধার এলাকায়। মঙ্গলবার রাতে ওই এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। একই সময় উল্টো দিক থেকে বাইক নিয়ে আসছিলেন প্রণয়দীপ মাঝি। স্থানীয়দের দাবি, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, দু’জনেই বাইক থেকে ছিটকে বেশ দূরে গিয়ে পড়েন।
ঘটনাস্থলেই মৃত্যু হয় অসিত মাহাতোর। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত প্রণয়দীপ মাঝিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয়। দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সময় রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালানো হচ্ছিল। তার উপর রাতে কুয়াশা থাকায় দৃশ্যমানতাও কম ছিল। কাছাকাছি আসার পর আর সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। অনেকের প্রশ্ন, অতিরিক্ত গতিই কি কাল হয়ে দাঁড়াল এই দুই যুবকের জন্য?
এলাকাবাসীর আরও অভিযোগ, যাত্রাগাছি খালধার এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইট নেই। ফলে রাতের বেলা রাস্তায় অন্ধকার থাকে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। বারবার বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
উল্লেখ্য, এই যাত্রাগাছি খালধার এলাকা থেকেই গত বছরের অক্টোবর মাসে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনার পর ফের আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। দুর্ঘটনাগ্রস্ত বাইক দু’টি থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃতদের পরিবারের কাছে দুঃসংবাদ পৌঁছে দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top