Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
In Chhattisgarh, a reckless car entered the procession of abandonment

ছত্রিশগড়ে বিসর্জনের মিছিলে ঢুকে পড়লো বেপরোয়া গাড়ি, মৃত চার

ছত্রিশগড়ে বিসর্জনের মিছিলে ঢুকে পড়লো বেপরোয়া গাড়ি, মৃত চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ছোটো

ছত্রিশগড়ে বিসর্জনের মিছিলে ঢুকে পড়লো বেপরোয়া গাড়ি, মৃত চার। ছত্রিশগড়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটলো। ছত্তিশগড়ের যশপুরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্গা প্রতিমা  বিসর্জন চলাকালীন ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। কেউ বুঝে ওঠার আগেই ২০ জনকে পিষে দেয় ওই ঘাতক গাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 

অন্যদিকে ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক ওই গাড়িটির উপর চড়াও হয়। এমনকি গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। জানা গিয়েছে, শুক্রবার যশপুরে স্থানীয় একটি দুর্গাপুজোর বিসর্জনের আয়োজন করা হয়েছিল। বিসর্জনের মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

 

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি লাল গাড়ি বেপোরয়া ভাবে এগিয়ে আসছে। একবারে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গাড়িটি মিছিলে থাকা সাধারণ মানুষকে ধাক্কা মারে। এমনকি গাড়িটির এতটাই গতি ছিল যে মানুষকে পিষতে পিষতে কিছুটা নিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজনের পা এবং হাতের হাড় ভেঙেছে।

 

এই ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাতে এখনও পজন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর উত্তেজিত জনতা হাতেনাতে ধরে ফেলে ঘাতক গাড়ির চালককে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

 

আর ও পড়ুন    বিশ্ব ক্ষুধা সূচকে পিছিয়ে পড়লো ভারত

 

 

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই খবর পাওয়া গিয়েছিল ওই গাড়িতে গাঁজা রয়েছে। সেই মতো ওই গাড়িটিকে ধাওয়া করা হয়। সেই সময়েই পালাতে গিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয় অপরাধী। সামনে ভিড় থাকায় ছুটে আসা গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কয়েকজন।  এই ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলা।

 

মুখ্যমন্ত্রী বলেন, যশপুরের ঘটনা খুবই দুঃখজনক। শুধু তাই নয়, ভয়ঙ্করও বটে। তবে ঘটনাতে মূল অভিযুক্ত দ্রুত গ্রেফতার হওয়াতে আশ্বস্ত হন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুপেশ বাঘেলা। তবে এই ঘটনাতে যাদের মৃত্যু হয়েছে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top