মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের বেলডাঙা থানার সুরুলিয়া এলাকায় চারটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হল তিনজন। ঘটনাটি ঘটেছিল ১৪ সেপ্টেম্বর গভীর রাতে। পরের দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তিন অভিযুক্তকে ধরতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি কানের দুল, দুটি আংটি ও একটি নাকের নথ। আদালতের নির্দেশে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আরও অভিযুক্তদের নাম বের হওয়ার সম্ভাবনা রয়েছে।
