মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ৩১১টি জাল সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই ভাই — আশিক ইকবাল ও বুরহান শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, জাল নথি ব্যবহার করে সক্রিয় সিম কার্ড তৈরি করে তা রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং ভিন রাজ্যেও উচ্চ মূল্যে বিক্রি করা হতো। প্রাথমিক অনুমান, সাইবার প্রতারকেরাই এই সিম কার্ডগুলির প্রধান ক্রেতা ছিল। তবে, এই সিম কার্ডগুলি জঙ্গি সংগঠনের হাতেও পৌঁছে যেতে পারে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
বেলডাঙা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝুনকা মোড় এলাকার একটি দোকানে হানা দিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি মাঝ্যমপুর বিলধরপাড়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি কিপ্যাড মোবাইল ফোন এবং মোট ৩১১টি সক্রিয় সিম কার্ড। এর মধ্যে রয়েছে ভোডাফোন-আইডিয়া ২৭১টি, বিএসএনএল ২৯টি, এয়ারটেল একটি, জিও সাতটি এবং আইডিয়ার তিনটি সিম।
পুলিশ জানিয়েছে, প্রতিটি সিম ৩,০০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি করা হতো। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং সিম কার্ডগুলির অবৈধ ব্যবহার কোথায় হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
