বেলডাঙ্গাতে ট্রান্সফর্মা পরে গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা দেবকুন্ডু গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে। সকাল দশটা নাগাদ একটি মাল বোঝাই লরি পাচরাহা থেকে নজরুল-পল্লী রাস্তা ধরে যেতে গেলে রাস্তার পাশেই একটি ট্রান্সফরমারের খুঁটিতে ধাক্কা মারে l খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে রাস্তায় বাইক আরোহী আশরাফুল শেখ এর উপর পড়ে l আহত আশরাফুলকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনায় এলাকাবাসীরা এলাকায় ভিড় জমালে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেলডাঙা থানার পুলিশ আসলে পুলিশের সামনে সাধারণ লোকজন বিক্ষোভ দেখায়। সাধারন লোকের দাবি রাস্তার পাশে বাড়ি নির্মাণ হওয়ায় রাস্তাটি ছোট হয়ে যায় যার ফলে আজকে এই ধরনের দুর্ঘটনা।বেলডাঙা পৌরসভার পৌরপিতা ভরত ঝাওড় বলেন “রাস্তার পাশে যে বাড়িটি রয়েছে সে বাড়ির মালিক বজলুর রহমান কে বারবার পৌরসভা থেকে চিঠি করা হয়েছিল পৌরসভার নিয়ম মেনে রাস্তার পাশে জায়গা ছেড়ে বাড়ি করতে কিন্তু নিজের জামাই পুলিশ অফিসার হওয়ায় স্থানীয় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বাড়িটি নির্মাণ করে তাতে পৌরসভা থেকে বারবার বলা হলেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোন স্টেপ নেয়নি যার ফলে আজকের এই বড় ধরনের দুর্ঘটনাটি ঘটলো।”