
পরিত্যক্ত ইট ভাটা ভাঙতে গিয়ে ধস নেমে গুরুতর জখম ৪ শ্রমিক। শনিবার সকালে বেলডাঙ্গা মক্রমপুর বাগানপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বেলডাঙ্গা মক্রমপুর বাগানপাড়া এলাকায় ভাগীরথীর পাশে চড়ের উপর একটি চিমনি ঈট ভাটা ছিল, বেশ কয়েক বছর চলার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ভাটা বন্ধ কররে বলা হয়। প্রশাসনের নিদেশ মেনে কয়েক দিন থেকেই বলছিল সেই ভাটা ভাঙার কাজ। শনিবার সেই কাজ করার সময় হটাৎই ভাড়ার গোলায় ধস নেমে তলিয়ে জায় ৪ জন শ্রমিক, কিছুক্ষন পর তাদের উদ্ধার করে প্রথমে বেলডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের সকলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কি কারনে এই দুঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ।



















