বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।মহেশপুর থেকে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। মৃতের নাম সাহিদ সেখ(৩২)।বাড়ি বেলডাঙ্গা থানার মহ্যমপুর নতুনপাড়া গ্রামে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলডাঙ্গা থানা এলাকার লহোরের গেট সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কে।স্থানীয় সূত্রে খবর এ দিন দুই বন্ধু বাইকে করে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথেই একটি পাথর বোঝায় করা ওভার লোড গাড়ি পেছন থেকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় সহিদ সেখের ।