মুর্শিদাবাদ – বেলডাঙ্গা থানার উদ্যোগে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ গভীর রাতে ভাবতা পোলেরধারে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আজিমদ্দিন শেখ (৩৮), বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি খিদিরপুর দহকোলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টা নাগাদ তাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শাটার, দুটি ৭.৬৫ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি।
এ বিষয়ে বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়ায় জানান, “আজিমদ্দিন অতীতেও অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি চালানো হয় এবং অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তে আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে।”
ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
