নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৩ নভেম্বর, অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে রাজস্ব গোয়েন্দা দফতরের হাতে ধরা পড়ল বাবা ও ছেলে। ধৃতদের নাম শ্যাম সেওবা(বয়স ৫০) ও বিকি সেওবা(বয়স ২৯)। অভিযুক্তরা জাওগার বাসিন্দা। শনিবার অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে তোলা হলে দুদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এবং আগামী সোমবার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। এই চক্রের পেছনে বড় কোন মাথা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এর ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত ওই দুইজনকে শিলিগুড়ি চাম্পাসারি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃতদের কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৫ লক্ষ টাকা। প্রসঙ্গত,সরকারি আইনজীবী ত্রিদিপ সাহা বলেন, বাজেয়াপ্ত এই সোনা বিদেশি থেকে আনা হয়েছিল। তিনি আরও বলেন ধৃতরা ওই সোনা ভুটান থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল তবে পাচারের আগেই ধরা পড়ে যায়। অভিযুক্ত পক্ষের আইনজীবী সন্দীপ দাস বলেন এই সোনা বিদেশের নয় এই সোনা এখানকারই।