বিনোদন – এককালে ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু। মা সিরিয়ালের মাধ্যমে তিনি ঝিলিক চরিত্রে দর্শকদের ঘরে ঘরে ভালোবাসা পান। তিথি বহু বছর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন। কিন্তু লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে তিনি বহু বছর ধরে দূরে রয়েছেন। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় এবং ভ্লগিংকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন।
সম্প্রতি তিথি কিছু ছবি পোস্ট করেন, যেখানে তিনি কুরুশের মাল্টি কালার ব্রালেট এবং নীল রঙের স্কার্টে ছিলেন। ব্যাকলেস ব্রালেটের কারণে পিঠের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। নানান ভঙ্গীতে ছবি তুললেও পোস্ট হতেই তিনি ট্রোলের শিকার হন। কেউ তার বোল্ড লুকের প্রশংসা করলেও নেটিজেনদের একাংশ কটাক্ষ করেন। কেউ লিখেছেন, “মোটেও ভাল লাগছে না,” আবার কেউ লিখেছেন, “বেশি অশ্লীল হয়ে গেছে।” অনেকে বলেন, “কাপড় পরার দরকার কি?”
তিথি এই ট্রোলিং বা কটাক্ষ নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি নিজের মতো করে জীবন যাপন করছেন। কয়েক বছর আগে ব্রেকআপের পর তিনি নতুন করে সম্পর্কেও জড়িয়েছেন, তবে প্রেমিকের মুখ প্রকাশ করতে এখনও রাজি নন। এর আগে বহু সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেলেও চরিত্র পছন্দ না হওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ভাল চরিত্র পেলে তিনি আবার অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
বর্তমানে তিথি নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত ভিডিও বানাচ্ছেন। তাঁর সমসাময়িক সহ অভিনেতারা বড় বা ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করলেও পর্দার ঝিলিক নিজের পথেই এগোচ্ছেন।
