সল্টলেকের বেসরকারি স্কুলে (শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন ) অভিভাবক দের বিক্ষোভ। ফী বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। এছাড়া বাড়িতে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। ঘটনাস্থলে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন গার্জিয়ান অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আজ অরবিন্দ স্কুলে বিক্ষোভ দেখানো হয়। অভিভাবক দের দাবি…… করোনার পর অভিভাবকদের না জানিয়ে এক তরফা ভাবে ২০% ফী বৃদ্ধি করেছে এবং ৫০০ টাকা মেডিকেল বাবদ নেওয়া হচ্ছে তার বিরুধ্যে এই আন্দোলন।হেলথ কেয়ার এর নামে ৫০০ টাকা করে স্কুল যেটা নিচ্ছে সেটা অবৈধ অনৈতিক এবং ২০% ফী বাড়ালো সেটা অবৈধ ভাবে সিধান্ত নিয়েছে।
স্কুলের গভোর্নিং বডি রয়েছে সেখানে অভিভাবকদের প্রতিনিধি নেই কেনো ?আমরা চাইছি এই অবৈধ কর্তৃপক্ষ অবিলম্বে ইস্তফা দিক। স্কুল কতৃপক্ষ কে আমরা জানিয়েছি ২০% টাকে ১০% ফী বৃদ্ধি করুক। বাচ্চা ছেলে মেয়েদের কে দিয়ে হুমকি চিঠি পাঠাচ্ছে তোমার বাবা মা ফী দেয়নি স্কুলে পড়তে দেবো না। স্কুল কতৃপক্ষ বেআইনি ভাবে হুমকি চিঠি পাঠাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।
আরও পড়ুন – অত্যাধিক গরমের কারণে আলিপুরদুয়ারের প্রাথমিক বিদ্যালয় গুলি সকালে করার দাবি
উল্লেখ্য, সল্টলেকের বেসরকারি স্কুলে (শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন ) অভিভাবক দের বিক্ষোভ। ফী বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। এছাড়া বাড়িতে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। ঘটনাস্থলে বিধান নগর পূর্ব থানার পুলিশ। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন গার্জিয়ান অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আজ অরবিন্দ স্কুলে বিক্ষোভ দেখানো হয়। অভিভাবক দের দাবি…… করোনার পর অভিভাবকদের না জানিয়ে এক তরফা ভাবে ২০% ফী বৃদ্ধি করেছে এবং ৫০০ টাকা মেডিকেল বাবদ নেওয়া হচ্ছে তার বিরুধ্যে এই আন্দোলন।
হেলথ কেয়ার এর নামে ৫০০ টাকা করে স্কুল যেটা নিচ্ছে সেটা অবৈধ অনৈতিক এবং ২০% ফী বাড়ালো সেটা অবৈধ ভাবে সিধান্ত নিয়েছে। স্কুলের গভোর্নিং বডি রয়েছে সেখানে অভিভাবকদের প্রতিনিধি নেই কেনো ?আমরা চাইছি এই অবৈধ কর্তৃপক্ষ অবিলম্বে ইস্তফা দিক। স্কুল কতৃপক্ষ কে আমরা জানিয়েছি ২০% টাকে ১০% ফী বৃদ্ধি করুক।