কলকাতা – আজ সকালে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুর থেকে এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ভোরবেলায় পুকুরের ধারে পড়ে থাকা শিশুটিকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন পর্ণশ্রী থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সদ্যোজাতের দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই মর্মান্তিক ঘটনার পেছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়দের মতে, এমন ঘটনা এলাকায় এর আগে ঘটেনি, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
