বেহালার গায়িকা খুনে চাঞ্চল্যকর মোড়, লুট নয়—পাওনা টাকার দাবিতেই খুনের দাবি ধৃতের

বেহালার গায়িকা খুনে চাঞ্চল্যকর মোড়, লুট নয়—পাওনা টাকার দাবিতেই খুনের দাবি ধৃতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – বেহালার পর্ণশ্রী থানা এলাকার গায়িকা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে লুটপাটের উদ্দেশ্যে খুন বলে অনুমান করা হলেও, ধৃত আয়ার দাবি সম্পূর্ণ ভিন্ন। পুলিশের জেরায় সে জানিয়েছে, লুটের জন্য নয়, বরং বকেয়া টাকা চাইতেই সে গৃহকর্ত্রীর বাড়িতে গিয়েছিল। সেই টাকা চাওয়া নিয়ে বচসা থেকেই ভয়াবহ পরিণতি ঘটে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। বেহালার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের বাসিন্দা অনিতা ঘোষ (৬৪)-এর আর্তনাদ শুনে ছুটে যান প্রতিবেশীরা। দরজায় ধাক্কা দিতেই তাঁদের চোখে পড়ে আতঙ্কজনক দৃশ্য। ছুরি হাতে দাঁড়িয়ে ছিলেন গৃহপরিচারিকা। কী হয়েছে জানতে চাইলে কোনও সদুত্তর মেলেনি। ঘরের ভিতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনিতাদেবী।
তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয় এবং অভিযুক্ত আয়া সঞ্জু সরকারকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, লুটপাটে বাধা পেয়ে খুন করা হয়েছে বৃদ্ধাকে। কিন্তু টানা জেরায় উঠে এসেছে অন্য তথ্য। ধৃতের দাবি, বছর দেড়েক আগে অনিতাদেবীর বাড়িতে কিছুদিন কাজ করেছিল সে। সেই সময়ের কিছু টাকা বকেয়া ছিল। সোমবার সেই পাওনা চাইতেই সে ফ্ল্যাটে যায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এক পর্যায়ে তা চরম আকার নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধাকে এলোপাথাড়ি কোপায় সঞ্জু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোপানোর পর অনিতাদেবী অচৈতন্য হয়ে পড়লে তাঁর পরনের গয়না খুলে নেয় অভিযুক্ত। পাশাপাশি আলমারি থেকে নগদ টাকাও হাতিয়ে নেয় সে। ঠিক সেই সময়ই প্রতিবেশীরা ঘরে ঢুকে পড়ায় আর পালানোর সুযোগ পায়নি ধৃত। গোটা ঘটনার তদন্ত চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top