বাঁকুড়া – রবিবার সকাল থেকেই খানাকুল দিগরুইঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় গ্রামবাসীরা,বিক্ষোভে সামিল মহিলারাও। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবী,এই তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ পরিষেবা মেলে না,,গত ২দিন সম্পুর্ণ বন্ধ বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যাও চরমে উঠেছে। বিক্ষোভকারীদের আরো দাবী,এই সমস্যা গত প্রায় ৩বছর ধরেই চলে আসছে। প্রশাসনকে বার বার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই এদিন এলাকায় খানাকুল বিদ্যুৎ দপ্তরের গাড়ি এলাকায় গেলে তা আটকে দিয়ে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনার জেরে এই মুহুর্তে অবরুদ্ধ খানাকুল দিগরুইঘাট রাস্তা। ঘটনাস্থলে পৌছেছে খানাকুল পুলিশ।
