বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের কিসমত দীর্ঘগ্রাম এলাকার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তার মাঝে ভাঙা চোরা অবস্থায় ক্যালভাট পড়ে রয়েছে। সেই ক্যালভাট এর নিচ থেকে পড়ে গিয়ে শুক্রবার রাতে কিসমত দীর্ঘগ্রাম এলাকার বাসিন্দা আনন্দ খা নামে প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
প্রতি বছর বন্যার ফলে ওই রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় রয়েছে। তার উপর ক্যালভাটটি একেবারে ভেঙ্গে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেই ক্যালভাটের উপর দিয়ে যাতায়াত করার সময় শুক্রবার রাতে ক্যালভাটের নিচে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই এলাকার গ্রামবাসীরা বেহাল রাস্তা মেরামতের দাবিতে শনিবার সকাল থেকে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।
যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ পুলিশ আলোচনা করেন এবং গ্রামবাসীদের দাবি মেনে ওই রাস্তাটির দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়। পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর প্রায় 6 ঘন্টা পরে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের কিসমত দীর্ঘগ্রাম এলাকার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তার মাঝে ভাঙা চোরা অবস্থায় ক্যালভাট পড়ে রয়েছে। সেই ক্যালভাট এর নিচ থেকে পড়ে গিয়ে শুক্রবার রাতে কিসমত দীর্ঘগ্রাম এলাকার বাসিন্দা আনন্দ খা নামে প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
প্রতি বছর বন্যার ফলে ওই রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় রয়েছে। তার উপর ক্যালভাটটি একেবারে ভেঙ্গে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেই ক্যালভাটের উপর দিয়ে যাতায়াত করার সময় শুক্রবার রাতে ক্যালভাটের নিচে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই এলাকার গ্রামবাসীরা বেহাল রাস্তা মেরামতের দাবিতে শনিবার সকাল থেকে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।