বৈকন্ঠপুর জঙ্গল থেকে শহর মূখী চল্লিশটি হাতির দল। জঙ্গল থেকে বেরিয়ে জলপাইগুড়ি শহরমুখী হাতির দল। শনিবার জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বানিয়া পাড়ার তিস্তা নদীর চর এলাকায় এসে হানাদিল প্রায় চল্লিশটি হাতির একটি দল। দলে বেশ কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে।
যে কোনও সময় হাতির দলটি জলপাইগুড়ি শহরের দিকে হানা দিতে পারে বলে আশঙ্কা বন দপ্তরের। গত বছর জানুয়ারি মাসে জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে দুটি হাতি। এই আশঙ্কার কথা মাথায় রেখে হাতির দলটিকে আটকাতে বৈকন্ঠপুর ও গরুমারা দুই বিভাগের বন কর্মীদের এলাকায় মোতায়েন করলো বন দফতর।কৌতহলী মানুষজন যাতে হাতির দলের কাছাকাছি চলে গিয়ে বিপদ ডেকে না আনে তার জন্য এলাকায় মাইকিং করে মানুষজনকে সতর্ক করছেন বন কর্মীরা।
আরও পড়ুন – গভীর সঙ্কটে চীনের অর্থনীতি
উল্লেখ্য, জঙ্গল থেকে বেরিয়ে জলপাইগুড়ি শহরমুখী হাতির দল। শনিবার জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বানিয়া পাড়ার তিস্তা নদীর চর এলাকায় এসে হানাদিল প্রায় চল্লিশটি হাতির একটি দল। দলে বেশ কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে। যে কোনও সময় হাতির দলটি জলপাইগুড়ি শহরের দিকে হানা দিতে পারে বলে আশঙ্কা বন দপ্তরের।
গত বছর জানুয়ারি মাসে জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে দুটি হাতি। এই আশঙ্কার কথা মাথায় রেখে হাতির দলটিকে আটকাতে বৈকন্ঠপুর ও গরুমারা দুই বিভাগের বন কর্মীদের এলাকায় মোতায়েন করলো বন দফতর।কৌতহলী মানুষজন যাতে হাতির দলের কাছাকাছি চলে গিয়ে বিপদ ডেকে না আনে তার জন্য এলাকায় মাইকিং করে মানুষজনকে সতর্ক করছেন বন কর্মীরা। বৈকন্ঠপুর জঙ্গল থেকে