পূর্ব বর্ধমান – কেতুগ্রামের গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সি কিশোর কৃষ্ণ হাজরার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, কৃষ্ণ হুগলির বৈদ্যবাটির একটি মিষ্টির দোকানে প্রায় এক বছর ধরে কাজ করছিল। শনিবার সকালে পরিবারের কাছে ফোন করে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। একই দিনে বেলা ১২টা নাগাদ মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছয়। সঙ্গে আসে তিন কিশোর, যারা ওই দোকানে কৃষ্ণর সহকর্মী বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, কৃষ্ণর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। গলায় দাগ, পায়ের আঙুলে ক্ষত এবং ফুলে থাকা বাম পা দেখে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি তারা মানতে পারছেন না। তারা আশঙ্কা করছেন, কৃষ্ণকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও ওই তিন সহকর্মী দাবি করেছে, কৃষ্ণ জ্বরে ভুগছিল এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় বাইকে সে পড়ে যায়, তার ফলেই শরীরে ক্ষত তৈরি হয়েছে।
ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্স আটকায় এবং বিষয়টি কেতুগ্রাম থানাকে জানানো হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে তদন্ত চলছে।
