চা বাগান শ্রমিকদের বোনাস না হওয়ায় গেট মিটিং আন্দোলন শুরু শ্রমিকদের। চা শ্রমিকদের বোনাসের দাবিতে গেট মিটিং শুরু , তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের, পুজোর বাকি মাত্র দশ দিন, কিন্তু এখনো পর্যন্ত চা বাগান শ্রমিকদের বোনাস না হওয়ায় চরম সমস্যায় শ্রমিকরা । তাই বোনাসের দাবিতে বুধবার সকাল থেকে চা ফ্যাক্টরির সামনে গেট মিটিং ও বিক্ষোভ শুরু করলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ।
সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দীপক রায় জানান , উত্তর দিনাজপুর জেলায় ৩৬ টি বট লিফ চা ফ্যাক্টরি রয়েছে । বিশেষ করে এই জেলার ইসলামপুর মহকুমায় প্রচুর চা শ্রমিক রয়েছে । প্রতি বছর পূজোর আগে চা বাগান ও চা ফ্যাক্টরি শ্রমিকদের বোনাস দেওয়া হয়। ওই বোনাসের টাকা পেয়ে চা শ্রমিক পরিবারের পুজোর কেনাকাটা শুরু হয় । কিন্তু মাত্র ১০ দিন পরে পূজো , তা সত্যেও মালিক পক্ষ এখনও শ্রমিকদের বোনাস না দেওয়ায় পুজোর বাজার করতে পারছে না শ্রমিক পরিবার গুলি ।
তাই শ্রমিকদের সার্থে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে বুধবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ইসলামপুর ও গোয়াল পোখর ব্লকের সমস্ত বটলিফ ফ্যাক্টরিতে কাজে যোগ দেওয়ার আগে ও ছুটির পরে ফ্যাক্টরির গেটের সামনে অবিলম্বে বোনাস দেওয়ার দাবির স্লোগান দিয়ে গেট মিটিং কর্মসূচি শুরু করা হয় । অবিলম্বে শ্রমিকদের বোনাস দেওয়ার ঘোষণা না করা পর্যন্ত গেট মিটিং আন্দোলন চলতে থাকবে বলে সংগঠনের পক্ষে দীপক রায় এবং কালু সিংহ জানান ।
আরও পড়ুন – গভীর রাতে পেট্রোল পাম্পের দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়
উল্লেখ্য, চা শ্রমিকদের বোনাসের দাবিতে গেট মিটিং শুরু , তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের, পুজোর বাকি মাত্র দশ দিন, কিন্তু এখনো পর্যন্ত চা বাগান শ্রমিকদের বোনাস না হওয়ায় চরম সমস্যায় শ্রমিকরা । তাই বোনাসের দাবিতে বুধবার সকাল থেকে চা ফ্যাক্টরির সামনে গেট মিটিং ও বিক্ষোভ শুরু করলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন । সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দীপক রায় জানান , উত্তর দিনাজপুর জেলায় ৩৬ টি বট লিফ চা ফ্যাক্টরি রয়েছে ।
বিশেষ করে এই জেলার ইসলামপুর মহকুমায় প্রচুর চা শ্রমিক রয়েছে । প্রতি বছর পূজোর আগে চা বাগান ও চা ফ্যাক্টরি শ্রমিকদের বোনাস দেওয়া হয়। ওই বোনাসের টাকা পেয়ে চা শ্রমিক পরিবারের পুজোর কেনাকাটা শুরু হয় । কিন্তু মাত্র ১০ দিন পরে পূজো , তা সত্যেও মালিক পক্ষ এখনও শ্রমিকদের বোনাস না দেওয়ায় পুজোর বাজার করতে পারছে না শ্রমিক পরিবার গুলি ।