কলকাতা – আবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আরজি করে, এবার বোনাসের দাবিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা, যার ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীর পরিজনরা। অভিযোগ, যে সংস্থার অধীনে তারা কাজ করছেন, সেই সংস্থা তাদের সঙ্গে সহযোগিতা করছে না, বরং ব্যবহারও খারাপ হচ্ছে। বোনাস না দেওয়ার কারণেই এই প্রতিবাদ। মোট প্রায় ২৭০ জন কর্মী এই বিক্ষোভে যুক্ত।
২০২৪ সালের পুজোর সময় এই কর্মীরা ৯,৫০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। কিন্তু ২০২৫ সালের পুজোর বোনাস বুধবার রাতে দেওয়া হয়েছে, যা আগের বছরের অর্ধেক মাত্র। পাশাপাশি সবাইকে সমানভাবে বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কেউ পেয়েছেন তিন হাজার, কেউ চার হাজার, কেউ পাঁচ হাজার, আবার অনেকে এখনও বোনাস পাননি। এজন্যই বিক্ষোভ চলছেই। তবে কর্মীরা দাবি করেছেন, তারা এখনও কাজ বন্ধ করেননি।
অস্থায়ী এক কর্মী জানিয়েছেন, “আমরা অস্থায়ী কর্মী। রাতের বেলা আমাদের বোনাস ঢুকছে। কারও চার হাজার, কারও তিন হাজার, কারও আবার বোনাস ঢোকেনি। আমাদের মাইনে বছরে মাত্র ১০০ টাকা বাড়ে। কোনও PF স্লিপ পাই না, কোনও ইএসআই পাই না, কথায় কথায় হুঁশিয়ারি দেওয়া হয়।” তাঁরা জানান, আগামীকাল আরও বৃহত্তর বিক্ষোভে অংশগ্রহণ করবেন।
