নবান্নের কাছে বোমাতঙ্ক, প্রশ্নের মুখে হাওড়া সিটি পুলিশ এর নজরদারি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়া কাজীপাড়ায় আসার সংযোগকারী সেতুটি একটি তালার মতন দেখতে ডিজিটাল ইলেকট্রনিক বস্তু পড়ে থাকতে দেখা যায় । জামিয়ে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া সিটি পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্য অধিকারীরা । খবর দেওয়া হয় বোম স্কোয়াদকে । ছুটে আসেন তারা । ব্রিজের উপর নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল । প্রথমে বোম স্কোয়াদের সদস্যরা বীজের চারিধার ভালো করে সনাক্ত করেন, তারপরে তাদের যন্ত্রাংশ দিয়ে সুরক্ষা বিধি মেনে পরীক্ষা করা হয় ওই ডিজিটাল বস্তুটিকে ।
পরীক্ষার পরে জানা যায় সেটি কোন বিস্ফোরক নয়, বস্তুটি গাড়ির কোন ডিজিটাল অংশ । যা চলন্ত কোন গাড়ি থেকে খুলে পড়ে গিয়েছে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা । তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নবান্নের মতন হাইসিকিউরিটি জনে কেন নজরদারির চালানোর জন্য নেই হাওড়া সিটি পুলিশ এর কোন কর্মী । এমনকি ওই অংশ নজরদারি চালানোর জন্য যে সিসিটিভি দুটি রয়েছে তা কার্যত বিকল । যেখানে প্রজাতন্ত্র দিবসের আগে গোটা দেশে লাল সর্তকতা জারি করা হয়েছে সেখানে নবান্নে মত এলাকায় কেন নজরদারিতে এত ঢিলেমি ।
আর ও পড়ুন মতুয়াদের ঐক্যকে নষ্ট করেছে বলে বিজেপিকে কটাক্ষ মদনের
উল্লেখ্য, নবান্নের কাছে বোমাতঙ্ক, প্রশ্নের মুখে হাওড়া সিটি পুলিশ এর নজরদারি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়া কাজীপাড়ায় আসার সংযোগকারী সেতুটি একটি তালার মতন দেখতে ডিজিটাল ইলেকট্রনিক বস্তু পড়ে থাকতে দেখা যায় । জামিয়ে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া সিটি পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্য অধিকারীরা । খবর দেওয়া হয় বোম স্কোয়াদকে । ছুটে আসেন তারা । ব্রিজের উপর নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল ।
প্রথমে বোম স্কোয়াদের সদস্যরা বীজের চারিধার ভালো করে সনাক্ত করেন, তারপরে তাদের যন্ত্রাংশ দিয়ে সুরক্ষা বিধি মেনে পরীক্ষা করা হয় ওই ডিজিটাল বস্তুটিকে । পরীক্ষার পরে জানা যায় সেটি কোন বিস্ফোরক নয়, বস্তুটি গাড়ির কোন ডিজিটাল অংশ । যা চলন্ত কোন গাড়ি থেকে খুলে পড়ে গিয়েছে বলেই মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা । তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নবান্নের মতন হাইসিকিউরিটি জনে কেন নজরদারির চালানোর জন্য নেই হাওড়া সিটি পুলিশ এর কোন কর্মী । এমনকি ওই অংশ নজরদারি চালানোর জন্য যে সিসিটিভি দুটি রয়েছে তা কার্যত বিকল । যেখানে প্রজাতন্ত্র দিবসের আগে গোটা দেশে লাল সর্তকতা জারি করা হয়েছে সেখানে নবান্নে মত এলাকায় কেন নজরদারিতে এত ঢিলেমি ।