জোড়া বোমাবাজির ঘটনা তুফানগঞ্জে। কোচবিহারের চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় বোমাবাজির জেরে চাঞ্চল্য ছড়াল। তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সিআই সহ বিশাল পুলিশবাহিনী দেওচড়াই চিলাখানা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোথাও বেআইনি অস্ত্র,বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান চালায়।চিলাখানা ২গ্রাম পঞ্চায়েতের তৃণমূল শ্রমিক সংগঠনের নব নির্বাচিত সভাপতি আসানুল হকের বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীররাতে চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুঠি এলাকায়।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে বোমার নমুনা গুলি সংগ্রহ করে নিয়ে আসে।চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাসুদেব রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোগারকুঠি এলাকায়।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে বোমার নমুনা গুলি উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে চিলাখানা 2 অঞ্চল যুব সভাপতি বাসুদেব রায় জানান, গতকাল গভীর রাতে বাড়ির বাইরে বিকট একটা শব্দ হয়। আতঙ্কে বাইরে বের হইনি। আজ সকালে বাজার করতে যাবার পথে বাড়ির সামনে সুতলি, কৌটা পড়ে থাকতে দেখি। পরবর্তীতে তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বোমার নমুনা গুলি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা
উল্লেখ্য, কোচবিহারের চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় বোমাবাজির জেরে চাঞ্চল্য ছড়াল। তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সিআই সহ বিশাল পুলিশবাহিনী দেওচড়াই চিলাখানা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোথাও বেআইনি অস্ত্র,বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান চালায়।চিলাখানা ২গ্রাম পঞ্চায়েতের তৃণমূল শ্রমিক সংগঠনের নব নির্বাচিত সভাপতি আসানুল হকের বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীররাতে চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুঠি এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে বোমার নমুনা গুলি সংগ্রহ করে নিয়ে আসে।