নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ ফেব্রুয়ারি, আজ সকালে পারিবারিক বিবাদের জেরে ঢোলাহাট থানার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে মতিলাল পাইকপাড়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে বোমার আঘাতে ৭ জন তৃণমূল সমর্থক গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের দুটি পরিবারের মধ্যে লড়াই চলছিল। আজ সকালে আহতরা তাদের নিজেদের জায়গায় ঘর করার জন্য কাজ করতে গেলে বিরোধী লোকজন বোমা মারতে শুরু করে, ফলে আহত হয় ৭ জন। স্থানীয় ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং আহতদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের পাঠায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।