বীরভূম – দশম শ্রেণির ছাত্রী অর্পিতা বাউরি টিউশন শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন। কিন্তু বুধবার বোলপুরের জাম্বুনি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অর্পিতার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরেই ঘাতক গাড়ির চালক পালানোর চেষ্টা করেছিল। স্থানীয়দের তাড়া খেয়ে সে গাড়ি থামিয়ে একটি দোকানের ছাদে আত্মগোপনের চেষ্টা করে। বোলপুর থানার পুলিশ ওই ছাদ থেকে তাকে গ্রেপ্তার করে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানায়, অর্পিতা সুরুলের মোলডাঙ্গা এলাকার বাসিন্দা। সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে জাম্বুনির কাছে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির হ্যান্ডেলের সঙ্গে তার সাইকেলের হ্যান্ডেলের ধাক্কা লাগে। এতে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ির চাকার সামনে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ভাগ্যজনক এই ঘটনার পাশাপাশি ওড়িশা থেকে কলকাতার পথে খড়্গপুরের কাছে আরও একটি পৃথক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের সঙ্গে একটি চার চাকা গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
