বীরভূম – বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার জন্য ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বোলপুরের লজ মোড় থেকে এই আন্দোলনের সূচনা করবেন তিনি। রবিবারই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
দুপুর ১টায় প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পর দুপুর ২টোয় লজ মোড় থেকে শুরু হবে ভাষা আন্দোলনের মিছিল। শান্তিনিকেতন রোড হয়ে চৌরাস্তা পার হয়ে শ্রীনিকেতন রোড ধরে জামবুনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে এই মিছিল। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মিছিলে যোগ দেবেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। পথে পথে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা—গান, কবিতা ও নাট্যাংশের মাধ্যমে বাংলার ঐতিহ্যের বার্তা ছড়ানো হবে।
২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাঙালিদের উপর ভিনরাজ্যে হওয়া অবিচারের প্রতিবাদে পথে নামবে তৃণমূল। আজ বোলপুর থেকে সেই আন্দোলনের যাত্রা শুরু হচ্ছে।
এছাড়াও সোমবার কবি জয়দেব রোডে নবনির্মিত একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেতুটি চালু হলে বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং যাত্রাপথ প্রায় ৩৩ কিলোমিটার কমবে। একইদিন রামপুরহাটে গিয়ে প্রায় ২০০ বছরের পুরনো চাকাইপুর দুর্গা মন্দিরের উদ্বোধন করবেন তিনি। নবনির্মিত মন্দিরটি প্রায় ৫৫ লক্ষ টাকায় গ্রামবাসীদের অনুদানে গড়ে উঠেছে।
