বোল্ড বোহো লুকে নজর কাড়লেন সোহিনী সরকার, স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটদুনিয়া

বোল্ড বোহো লুকে নজর কাড়লেন সোহিনী সরকার, স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটদুনিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনয়ের জন্যই নন, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যও সমান প্রশংসিত। বরাবরই একটু অন্যরকম এবং সাহসী লুকে ধরা দিতে ভালোবাসেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে একেবারে বোল্ড বোহেমিয়ান অবতারে দেখা গেল সোহিনীকে, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

ছবিতে সোহিনীকে দেখা গিয়েছে কালো রঙের ক্রুশেটের ডিপ-কাট ব্রালেট ও ঢিলেঢালা প্যান্টে। সঙ্গে পরেছেন হাতে একগুচ্ছ ব্যাঙ্গল, গলায় চিক স্টাইল হার, বড় রিং দুল, নাকের সেপ্টাম পিয়ারসিং এবং এলোমেলো মেসি বান—সব মিলিয়ে একেবারে স্বতন্ত্র বোহো লুকে সেজেছেন তিনি। তাঁর এই এক্সপেরিমেন্টাল ফ্যাশন সেন্সে মুগ্ধ ভক্তেরা।

এর আগেও গোলাপি রঙের বাঁধনি কো-অর্ড সেট ও নামাবলী প্রিন্টের ব্যাগে সোহিনীর স্টাইল নজর কেড়েছিল ফ্যাশনপ্রেমীদের। শুধু ফ্যাশন নয়, পেশাগত দিক থেকেও বর্তমানে ব্যস্ত সোহিনী। হইচই-র ‘অথৈ’ সিরিজে অনির্বাণের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মন কেড়েছে। শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি এই সিরিজে তাঁর অভিনয় সমালোচকদের কাছেও প্রশংসিত।

ব্যক্তিগত জীবনেও সুখে আছেন অভিনেত্রী। স্বামী শোভন সহ একসঙ্গে কাটছে সংসার। সম্প্রতি মাতৃদিবসে দুই মাকে নিয়ে বিশেষ সন্ধ্যা কাটানোর ছবিও শেয়ার করেছেন তাঁরা। রূপালি পর্দা হোক বা বাস্তব জীবন—সোহিনী যে নিজের মতো করেই জীবনযাপন করেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top