বহরমপুর থানার সতীমার গলি এলাকায় বাড়ির ভেতর থেকে উদ্ধার তুষার কান্তি মণ্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ, মৃতের পরিবারের লোকজনের অভিযোগ তুষার কান্তি বাবুর স্ত্রী শিলা মণ্ডলের জন্যেই সে আত্মহত্যা করেছেন, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তুষার বাবুর উপরে অত্যাচার চালাতো তার স্ত্রী। বাধ্য হয়ে শিলা দেবিকে নিয়ে পরিবার থকে আলাদা থাকতে শুরু করেন তুষার বাবু। তার পরেও অত্যাচারের মাত্রা কমেনি।
তুষার কান্তিকে নিজের পরিবারের কোন সদ্যাসের সঙ্গে যোগাযোগ রাখতে দিতেন না শিলা মণ্ডল বলে অভিযোগ।শনিবার সকালে তুষার বাবুর দোকানের কর্মচারিরা আসার পরেও তিনি ঘুম থেকে উঠেননি, দরজা ভেঙে দেখা যায় তিনি গলায় দড়ি দিয়ে ঝুলছেন। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায় ।