ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, চিত্রগ্রাহক গ্রেফতার নরেন্দ্রপুরে

ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, চিত্রগ্রাহক গ্রেফতার নরেন্দ্রপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিণ ২৪ পরগনা- দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত এক চাঞ্চল্যকর ঘটনায় চিত্রগ্রাহক পার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে পার্থ গোপনে তার ব্যক্তিগত ছবি তোলে এবং পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে।



অভিযোগকারিণী জানান, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে পার্থর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্কের সময় পার্থ কিছু ছবি তোলে এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শুধু তাই নয়, সেই ছবি প্রাক্তন স্বামীর কাছেও পাঠিয়ে দেয় পার্থ।ভয়ে প্রায় ২ লক্ষ টাকা দিলেও ব্ল্যাকমেল থেমে থাকেনি। উল্টে বাড়তে থাকে হুমকি ও মানসিক নির্যাতন। অবশেষে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় যুবতী পুলিশের দ্বারস্থ হন।নরেন্দ্রপুর থানার পুলিশ হালতু এলাকা থেকে পার্থকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ল্যাপটপ ও স্মার্টফোন। যদিও পার্থ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তবে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অপরাধ আইনে মামলা রুজু হয়েছে। শিগগিরই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top