বিনোদন – পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কঠিন সময় পার করছেন স্মৃতি মান্ধানা। বিয়ে ভেঙে যাওয়ার যন্ত্রণায় ভেঙে পড়ার বদলে নিজেকে নতুন করে তৈরি করছেন তিনি। ব্যক্তিগত জীবনের ঝড়ের মধ্যেও ক্রিকেটের ২২ গজে স্বমহিমায় ফেরার লড়াই শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এই সময়ই ভাইরাল হয়েছে স্মৃতির একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে জীবনবোধের এক গভীর বার্তা দিয়েছিলেন তিনি—যা বর্তমানে তাঁর জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিল রেখে চলছে।
সাক্ষাৎকারে স্মৃতি বলেছিলেন, “প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করতে হয়। কারণ শূন্য থেকেই প্রত্যেকটা ইনিংস শুরু হয়। সেঞ্চুরির ইনিংসটাও শুরু হয় শূন্য থেকেই। আমার জীবনে এটাই সবচেয়ে বড় শিক্ষা। প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করা উচিত।” পুরনো এই কথাগুলো আজ যেন তাঁর বাস্তব জীবনের প্রতিফলন।
২৩ নভেম্বর স্মৃতি ও বলিউড সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন সকালে ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে পড়েন। ফলে বিয়ে স্থগিত করা হয়। এরপর প্রকাশ্যে আসে পলাশের অতীত সম্পর্ক জড়িত একাধিক অভিযোগ, যা থেকে বেরিয়ে আসতে স্মৃতি শেষমেশ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবুও মানসিক বিপর্যয়ের কাছে হার মানেননি তিনি। বিয়ে ভাঙার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নেমে পড়েছেন অনুশীলনে—মাঠে ফিরেই আবার নিজেকে প্রমাণ করার সংকল্পে দৃঢ় স্মৃতি।




















