ব্যবসায়ীকে হুমকীর অভিযোগ উড়িয়ে দিলেন বিধায়ক। সম্প্রতি দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধ মেটাতে এক পক্ষের হয়ে অন্য পক্ষকে চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা , মিথ্যা কেস এবং মেরে ফেলার হুমকী দেখানোর অভিযোগ ওঠে বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে। যা নিয়ে আলোড়ন পরে যায় বর্ধমানে। শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করলেন বিধায়ক খোকন দাস।
এদিন বর্ধমান শহরের ম্যান্ডেলা পার্ক সংলগ্ন বিধায়ক সহায়তা কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খোকন দাস দাবী করেন বিধান কুন্ডু নামে পুলিশ লাইনের বাসিন্দা এক স্ক্র্যাপ আয়রণের ব্যবসাদার তার বিরুদ্ধে হুমকি ও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা। বিধায়কের দাবী , সাত – আট মাস আগে কাটোয়ার দুই ব্যাক্তি তার সাথে দেখা করতে আসেন এবং তাদের মধ্যে সেখ মেবারসের হোসেন তাকে জানান, বিধান কুন্ডু নামে ওই ব্যবসায়ীকে তিনি স্ক্রাপ আয়রন সরবরাহ করেছিলেন, কিন্তু তার মূল্য বাবদ প্রায় ২০ লক্ষ টাকা তিনি পরিশোধ করছেন না।
আরও পড়ুন – কর্মী সমর্থকদের নিয়ে হাবড়ার রাউতারায় পাড়ায় বৈঠক সুকান্ত মজুমদারের
টাকা চাইতে গেলে তাকে হেনস্থা করা হচ্ছে। তাকে দেওয়া ৫ লক্ষ টাকার চেক বাউন্স করেছে। তাই তিনি বিধায়কের দ্বারস্থ হয়েছেন। তার বিধানসভা এলাকার এক প্রতারক অন্য ব্যবসায়ীর টাকা দিচ্ছে না এটা ঠিক নয় ভেবে তিনি বিধান কুন্ডুকে ডেকে পাঠান ও তাকে অবিলম্বে ওই টাকা পরিষোধ করতে আবেদন জানান। এমনকি ২০ লক্ষের পরিবর্তে ১৫ লক্ষ টাকা পরিষোধ করার একটা রফাও হয় ওই সময়। এরপর তার সাথে আর দেখা হয় নি। কিন্তু তার বিরুদ্ধে একাধিকবার বিধানকে হুমকি, টাকা দেওয়ার চাপ দেওয়া হয়েছে বলে হঠাৎ দিন তিন চার আগে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ন মিথ্যা বলে এদিন দাবী করেন বিধায়ক খোকন দাস।