ব্যবসায়ীর টাকা লুঠের চেষ্টা বাঁধা দিতে গিয়ে আক্রান্ত দুই ভাই। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি সুস্থানী মোড় এলাকার স্টেটব্যাঙ্কের সামনে। আহত আব্দুল রহিম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আব্দুল রহিম ও তার ভাই রবিবার যদুপুর এলাকায় এস বি আই ব্যাঙ্কের এটি এম এ টাকা তুলতে যায়। সেখানে দেখতে পাই এটিমের ভেতরে বেশ কয়েকজন বসে রয়েছে। তাদেরকে টাকা তোলার সময় বের হয়ে যেতে বলে। সেই মত তারা বেড়িয়ে যায়। এরপর দশ হাজার টাকা তুলে সাইদুল ইসলাম বেড়িয়ে আসতেই ওই দুস্কৃতিরা তাকে ঘিরে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে দাদা আব্দুল ছুটে গিয়ে ভাইকে বাঁচাতে গেলে তাকেও বেধরক মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকাবাসীরা দুই ভাইকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দাদা চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।