
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা , ৫ ই ফেব্রুয়ারি : পুলিশ সূত্রে খবর জানুয়ারি মাসে ২৯ তারিখে ব্যবসায়ী শামসুদ্দিন মন্ডলের কাছ থেকে ১৮ লক্ষ টাকার জিন্স প্যান্টের কন্সাইনমেন্ট নাই হাবিব আলম মোহাম্মদ আফতাব ও মীর মোহাম্মদ হোসেন লেকটাউনের একটি গোডাউনে এই মাল্টি ডেলিভারি হয় এরপর ওই ব্যবসায়ীকে বড় বাজারের টাকা আনতে যেতে হবে বলে তাকে বড় বাজারে নিয়ে যাওয়া হয় সেখানে ওই ব্যবসায়ীকে ছেড়ে তিনজনই পালিয়ে যায় এরপরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন তড়িঘড়ি লেকটাউনে যেখানে এই কন্সাইনমেন্ট ডেলিভারি হয়েছিল সেখানে আসেন ওই ব্যবসায়ী সেখানে এসে দেখেন সমস্ত কন্সাইনমেন্ট সেখান থেকে অন্য জায়গা পাচার করে দেওয়া হয়েছে এরপর তিনি ফাস্ট ফেব্রুয়ারি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ তিনজনকে গতকাল রাত্রে বেলা মেটিয়াব্রুজ অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় আজ অভিযুক্তদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ নিজের হেফাজতের আবেদন জানাবে এবং খতিয়ে দেখবে এই ঘটনাচক্রে সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে খতিয়ে দেখবে লেকটাউন থানার পুলিশ



















